লো স্কোরিং ম্যাচে সফরকারী আয়ারল্যান্ড ‘এ’ দলকে তিন উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ ‘এ’ দল।
আজ কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের ২য় ম্যাচে প্রথমে ব্যাটিং নিয়ে আয়ারল্যান্ড ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে। আইরিশদের বিপক্ষে সিমি করেন সর্বাধিক ৩৩ রান। বাংলাদেশের হয়ে সানজামুল ৩৩ রানে ৪টি এবং মিডিয়াম পেসার আবুল ২৫ রান দিয়ে ৩ উইকেট সংগ্রহ করেন।
জবাবে মাত্র ১১৪ রানেই ৬ উইকেট হারিয়ে ধুকতে থাকা স্বাগতিক বাংলাদেশকে উদ্ধার করেন তানভির হায়দার। ৬১ রানে অপরাজিত থাকা হায়দার ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে দুটি মাঝারি মানের গুরুত্বপূর্ণ পার্টনারীপ গড়ে তোলার মাধ্যমে রক্ষা করেন বাংলাদেশকে। সপ্তম উইকেট জুটিতে সানজামুল ইসলামের (১৬) সঙ্গে ৪২ রানের পার্টনারশীপ গড়ার পর আবুল হোসেনকে (১০) সঙ্গী হিসেবে নিয়ে অপরাজিত ৪০ রানের পার্টনারশীপ গড়েন হায়দার।
ফলে ৩.৩ ওভার হাতে রেখেই ৭ উইকেটে ১৯৬ রান সংগ্রহের মাধ্যমে জয়লাভ করে স্বাগতিক দল। অপরাজিত থেকে ৬১ রান সংগ্রহ করেছেন হায়দার। এছাড়া নাজমুল করেন ৪৪ রান। আয়ারল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট দখল করেন মালদের।সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।