ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে নয়নাভিরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের। এর আগে কখনো এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
আগামীকাল (১৪ ডিসেম্বর, ২০১৮) সিলেট ভেন্যুর অভিষেকেই সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পায়। ফলে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচ ওয়ানডে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। এই সমতা নিয়ে বর্তমানে সিলেটে দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ১২টায়। দু’দলই মুখিয়ে সিরিজ জয়ের জন্য।
ঢাকার মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে বোলারদের দুর্দান্ত পারফরমেন্স ও পরে ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং এ ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।এ ম্যাচ দিয়েই নিজের ওয়ানডে ক্যারিয়ারে দু’শত ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন মাশরাফি । তবে বাংলাদেশের হয়ে সেটি ছিলো ১৯৮তম ম্যাচ। কারন এশিয়া একাদশের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে টাইগার নেতার।
দ্বিতীয় ম্যাচে শাই হোপের অপরাজিত সেঞ্চুরীতে ৪ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতা আনে ওয়েস্ট ইন্ডিজ। তাই সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হয়ে দাঁড়িয়েছে ফাইনাল। আর এই ফাইনালে জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না দু’দল। যে কারণে সিলেটের অপরুপ সৌন্দর্যে ঘেরা লাক্কাতুরার স্টেডিয়ামে জমজমাট এক ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
বাংলাদেশ দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ মিথুন, সাইফ উদ্দিন, আবু হায়দার ও আরিফুল হক।