জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে বাংলা চলচ্চিত্র নির্মাণের জন্যে ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শ্যাম বেনেগালকে মনোনিত করেছে সরকার।
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তার সচিবালয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, শ্যাম বেনেগাল নেতাজী সুভাস চন্দ্র বসুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেছেন। আমরা তার কাজ বিবেচনা করে তাকে নির্বাচন করেছি।”
তিনি বলেন, ভারত বেনেগাল, গৌতম ঘোষ, ও কৌশিক গাঙ্গুলির নাম প্রস্তাব করেছিল। তার মধ্যে থেকে বাংলাদেশ বেনেগালকে মনোনিত করেছে।
তারানা হালিম বলেন, বাংলাদেশ ও ভরতের যৌথ প্রযোজনায় এই চলচ্চিত্র নির্মাণে বেনেগালকে সহযোগিতা করবে তিন-সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
তিন সদস্যের এই দলে একজন চলচ্চিত্র বিশেষজ্ঞ, বঙ্গবন্ধুকে ভালভাবে জানেন এমন একজন এবং একজন ইতিহাসবিদ থাকবেন।
এরআগে ২০১৭ সালে, দু’দেশের মধ্যে বঙ্গবন্ধুকে নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ ও মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্টারি তৈরি করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।