আগামী ৩০ মে মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। তবে আগামী দুই বছরও জাতীয় ক্রিকেট দলের পাশেই থাকছে প্রতিষ্ঠানটি। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত টাইগারদের স্পন্সর হয়েছে রবি আজিয়াটা লিমিটেড। দুই বছরের হলেও চুক্তিটা আসলে ২৫ মাসের। কারণ চলতি বছরের জুন থেকে ২০১৯ সালের জুলাই পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।
বৃহস্পতিবার বিকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবির মার্কেটিং কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ নতুন স্পন্সর হিসেবে রবির নাম ঘোষণা করেছেন।
এসময় তিনি বলেছেন, ‘পুরো প্রক্রিয়াটি গত বছরের মতো হয়েছে। আমাদের চাটার্ড অ্যাকাউন্ট ফার্ম বিষয়টি পর্যালোচনা করেছে। এরপরই আমরা সিদ্ধান্ত নিয়েছি। ভিত্তিমূল্যের চেয়ে বেশি মূল্য পাওয়ায় রবিকে স্পন্সরশিপ দিয়েছি আমরা। তারা চ্যাম্পিয়নস ট্রফির পর থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। গতবারের চেয়ে আমরা প্রায় ৫০ শতাংশ অর্থ বেশি পাচ্ছি। এর মূল কারণ, বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে।’
কাজী ইনাম আহমেদ আরও যোগ করে বলেছেন, ‘রবিকে দ্বিতীয়বারের মতো পেয়ে আমরা আনন্দিত এবং গর্বিত। গত দুই বছর তারা আমাদের সাপোর্ট করেছে। আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।’