
গতকাল রবিবার ছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন। আশুলিয়ার একটি শুটিংস্পটে মিলিত হন চলচ্চিত্র অঙ্গনের তারকা-কলাকুশলীরা। যেখানে দেখা যায়, একাল, সেকাল সব সময়ের অভিনয়শিল্পীদের।
পিকনিক স্পট থেকে বিভিন্ন অভিনয়শিল্পীরা আনন্দঘন মূহুর্তের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তারকারা। জানা যায়, শিল্পী-কলাকুশলীরা পরিবার-পরিজন নিয়ে পিকনিক স্পটে সকালেই হাজির হন। দুপুরের কানাই-কানাই ভরে ওঠে বনভোজনের আয়োজন।

খানা-দানা শেষ হলে বসে গান ও নাচের আসর। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসানের সঞ্চালনায় চলচ্চিত্রের নতুন ও পুরনো দিনের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। অনুষ্ঠানে নায়ক আলমগীর ‘আছেন আমার মোক্তার, আছেন আমার ব্যারিস্টার’ গানটি পরিবেশন করেন।
ছবিতে দেখা যায় আলমগীরের পাশে সে সময় মঞ্চে তার পাশে ছিলেন শাকিব খান, অমিত হাসান, ফেরদৌস, মৌসুমী, ওমর সানী, বুবলী প্রমুখ। কথা বলেন অভিনেতা ফেরদৌসসহ অন্যান্য তারকারা।

নায়ক ওমর সানীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকালের পিকনিকে আরো উপস্থিত ছিলেন আহমেদ শরীফ, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, ফারুক, জাভেদ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, রুবেল, বাপ্পারাজ, আমিন খান, শেলি কাদের, জায়েদ খান, সম্রাট, শিমলা, অমৃতা খান, মিষ্টি জান্নাত।
এছাড়া নির্মাতাদের মধ্যে বনভোজনে হাজির হন মুশফিকুর রহমান গুলজার, মনতাজুর রহমান আকবর, শাহ আলম কিরণ, শাফি উদ্দিন সাফি, শাহিন সুমন, অপূর্ব রানা, এস এ হক অলিকসহ অনেকে।