ডিএমপি নিউজঃ জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রতে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত পরীক্ষা ও মনস্তত্ত্বসহ কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সবশেষে প্রর্থীকে চূড়ান্ত শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম স্নাতক ডিগ্রি প্রাপ্ত হতে হবে।
প্রার্থীকে মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা সম্পন্ন হতে হবে।
বাংলাদেশ পুলিশের সার্জেন্ট পদের প্রকৃত শূণ্যপদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা হয়েছে। অনলাইনে আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর ২০২২ খ্রি. ১০:০০ ঘটিকা হতে ২২ ডিসেম্বর ২০২২ খ্রি. ২৩:৫৯ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত জানতে: দেখুন নিয়োগ বিজ্ঞপ্তি।