ডিএমপি নিউজ রিপোর্ট: ঢাকা মেট্রোপলিটন পুলিশকে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের গাড়ি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন কমিশনার।
পুলিশি সেবাকে আরো জোরদার করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে ২টি ডাবল কেবিন গাড়ি হস্তান্তর করে নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। ০২ মার্চ ২০১৭ বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটির সভাকক্ষে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম এর নিকট গাড়ীর চাবি হস্তান্তর করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির কর্তৃপক্ষ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি ও জনাব আজিম উদ্দিন আহমেদ, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাষ্টিস, নর্থ সাউথ ইউনিভার্সিটি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অনুষ্ঠানে কমিশনার পুলিশের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশ পুলিশ পেশাদারিত্বে নাম্বার ওয়ান। আমাদের দেশে জঙ্গিবাদের যে ভয়াল অবস্থার সৃষ্টি হয়েছিল, বিশেষ করে হলি আর্টিজানে হামলার পরে একটা অস্থিতিশীল পরিস্থিতির জন্ম হয়েছিল । ইনশাল্লাহ আমরা ১০০দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আর এটা সম্ভব হয়েছে আমাদের পুলিশের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের কারনে।
দেশের জনগণকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন- এ দেশের জনগণ জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে কখনও সমর্থন করে না। দেশের জনগণকে সাথে নিয়ে আমরা দেশ থেকে জঙ্গির শেকড় উপরে ফেলব।
শিক্ষক ও অভিভাবকদের পরামর্শ দিয়ে কমিশনার বলেন-আপনার সন্তান, একজন শিক্ষার্থী কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, ইন্টারনেটে কি বিষয়ে ব্রাউজিং করছে, ক্লাস ফাঁকি দিচ্ছে কিনা এ ব্যাপারে শিক্ষক ও অভিভাবক হিসেবে আপনাকে গভীর তদারকি করতে হবে।
অপরাধী শনাক্ত করতে সিআইএমএস এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন-আমরা ইতোমধ্যে এই সিআইএমএস এর সুফল পেয়েছি। অনেক ক্লু’লেস মার্ডার, কিডন্যাপিং এই ড্যাটাব্যাজের মাধ্যমে দ্রুততম সময়ে দেশের যেকোন স্থান থেকে অপরাধী ধরে নিয়ে আসছি। ড্যাটাব্যাজের কাজ শেষ হলে একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ঠ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।