বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব আয়োজিত পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭ ফাইনাল ম্যাচে সিলেট রেঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ডিএমপি।
আজ ১৯ ডিসেম্বর, ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০১৭ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় উত্তরা এপিবিএন মাঠে।
উত্তেজনা ও প্রতিযোগিতাপূর্ণ এ খেলায় ডিএমপি ১-০ গোলে সিলেট রেঞ্জকে পরাজিত করে।
খেলার পনের মিনিটে ডিএমপি’র ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়ার এনাম একমাত্র গোলটি করেন।
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান বিপিএম(বার) প্রধান অতিথি হিসেবে ফুটবল খেলা উপভোগ করেন। তিনি চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
খেলায় আরো উপস্থিত ছিলেন এপিবিএন এর অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান বিপিএম ও ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএমসহ পুলিশের বিভিন্ন পদ মর্যাদার অফিসারবৃন্দ ও অন্যান্য ক্রীড়ানুরাগী।