পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ‘পুলিশ বার্ষিক সাঁতার চ্যাম্পিয়নশিপ- ২০২১’। বার্ষিক এই সাঁতার চ্যাম্পিয়নশিপে একক আধিপত্য দেখিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (৭ নভেম্বর, ২০২১) উত্তরায় অবস্থিত বাংলাদেশ পুলিশ সুইমিং কমপ্লেক্সে বার্ষিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি, এপিবিএন হেডকোয়ার্টাস।
বার্ষিক এ প্রতিযোগিতায় আটটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে ডিএমপি। ইভেন্টগুলো হলো- ১০০ মিটার ফ্রি স্টাইল (পুরুষ), ৪০০ মিটার ফ্রি স্টাইল (পুরুষ), ২০০ মিটার ব্যাক স্ট্রোক (পুরুষ), ২০০ মিটার বাটারফ্লাই (পুরুষ), ২০০ মিটার রিলে (পুরুষ), ৫০ মিটার ফ্রি স্টাইল (নারী), ১০০ মিটার ফ্রি স্টাইল (নারী) ও ১০০ মিটার রিলে (নারী)। এ প্রতিযোগিতায় আরো তিনটি ইভেন্টে দ্বিতীয় স্থান ও চারটি ইভেন্টে তৃতীয় স্থান অর্জন করে ডিএমপি।
প্রতিযোগিতায় তিনটি ইভেন্টে স্বর্ণ প্রদক জয় করে সেরা সাঁতারু নির্বাচিত হয়েছেন ডিএমপি’র মোঃ সবুজ মিয়া। এর মধ্যে দুইটি ব্যক্তিগত আর একটি রিলে ইভেন্টে।
আকর্ষণীয় ওয়াটার পোলো ইভেন্টে এপিবিএনকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ডিএমপি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোশারফ হোসেন, বিপিএম, অ্যাডিশনাল আইজি, এপিবিএন হেডকোয়ার্টাস।