ডিএমপি নিউজ রিপোর্ট: ২৫ মার্চ সন্ধ্যা আনুমানিক ১৯.০০ টায় পাঠানপাড়া শিববাড়ি, সিলেটে বোমার বিস্ফোরণ এক নৃশংস ও বীভৎস ঘটনার জন্ম দেয়।
এসময় উপস্থিত জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে দায়িত্বে নিয়োজিত অবস্থায় বোমার আঘাতে গুরুত্বর আহত র্যাব এর গোয়েন্দা শাখার প্রধান লেঃ কর্ণেল আবুল কালাম আজাদ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ০০.০৫ টায় সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন। একই ঘটনায় বাংলাদেশ পুলিশের অকুতোভয় দুই মেধাবী কর্মকর্তা সিলেট মেট্রোপলিটন পুলিশের কোর্ট ইন্সপেক্টর চৌধুরী মোঃ আবু কয়ছর এবং জালালাবাদ থানার ইন্সপেক্টর(তদন্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম শাহাদাৎ বরণ করেন (ইন্নানিল্লাহি…………….রাজিউন)।
এই তিন সাহসী কর্মকর্তার আত্মত্যাগের মাধ্যমে এটিই পুনরায় প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশে বসবাসরত প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি এবং নিশ্চয়তা দিতে চাই যে, বাংলাদেশের মাটিতে কোন জঙ্গিবাদের স্থান হবে না, যে কোন মূ্ল্যে তা প্রতিহত করা হবে।
এ ঘটনায় বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনে সভাপতি জনাব মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম(বার), পিপিএম, কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম বিপিএম-বার, পিপিএম-বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, ডিএমপি(কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম), তিন কর্মকর্তাসহ নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করছেন এবং শোক সন্তপ্ত স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।