বিশ্বকাপের পরেই দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড ক্রিকেট টিম। ইতোমধ্যে সিরিজটির জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
সিরিজের প্রথম টেস্ট হবে সিলেটে ২৮ নভেম্বর। দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টিম সাউদি।
বাংলাদেশ সফরে নিউজিল্যান্ড টেস্ট দল:
টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়াং।