ডিএমপি নিউজঃ সড়কে অনাকাঙ্খিত দুর্ঘটনা প্রতিরোধে রাজধানীর বাংলামোটর এলাকায় নাগরিক সচেতনতা ও অবৈধ যানবাহন বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিএমপি’র ভ্রাম্যমাণ আদালত।
উক্ত ভ্রাম্যমাণ আদালত ট্রাফিক আইন ভঙ্গ করার অপরাধে ১৩টি মামলায় ২৩৮০ টাকা জরিমানা আদায় করেন। তার মধ্যে চালকের মাথায় হেলমেট না থাকায় ৭ জন মোটর সাইকেল চালক ও ফিটনেস না থাকায় ১ জন বাস চালককে দন্ড প্রদান করা হয়।
১৩ আগস্ট, ২০১৮ সোমবার বেলা ১২.৩০টা থেকে দুপুর ০২.০০টা পর্যন্ত ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্বিক সহযোগিতায় ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইমরুল হাসান এ অভিযান পরিচালনা করেন।