ডিএমপি নিউজঃ রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে ১০,০০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ নাসির(২৯), মোঃ কামরুল ইসলাম ওরফে মুন্না(২৮), মোঃ জহুরুল ইসলাম(২৯) ও মোঃ আল আমীন(২৭)।
গোয়েন্দা পূর্ব বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল ইসলাম ডিএমপি নিউজকে জানান, ০৪ জানুয়ারি বিকাল ০৪.৫৫ টায় বাংলামোটর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজার হতে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করত।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা হয়েছে।