সঙ্গীত জগতে ফের নক্ষত্রপতন। মারা গেছেন নির্মলা মিশ্র (Nirmala Mishra)। রবিবার রাত বারোটা দশ নাগাদ নিজের চেতলার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এই বর্ষীয়ান সঙ্গীতশিল্পী। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
অবশেষে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। ২০১৫ সালে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মলা মিশ্র। একাধিকবার হাসপাতালে ভর্তি হন। গত এক মাস কথা বন্ধ হয়ে গিয়েছিল শিল্পীর। হাসপাতালে ভর্তি হতে চাইছিলেন না। টিউবের সাহায্যে খাওয়ানো হচ্ছিল প্রবীণ শিল্পীকে। শনিবার রাতে শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
‘তোমার আকাশ দু’টি চোখে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’ অথবা ‘ও তোতা পাখিরে’, বাংলা আধুনিক গানের ইতিহাসে অন্যতম জনপ্রিয় এই গানগুলিতে নির্মলা মিশ্রের অবদান চিরস্মরণীয়। ‘বলো তো আরশি তুমি’, ‘আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী’, ‘কাগজের ফুল বলে’- গানগুলি এখনও সমান জনপ্রিয়। ‘চাঁদকে নিভিয়ে রাখো’, ‘যায় রে এ কী বিরহে’, ‘সুখ যে আমার’, ‘আজ কোনও কাজ নেই’, ‘ও আমার মন পাখি’, ‘আমায় বাঁশের বাঁশি দাও বাজাতে’, ‘আকাশে নেই তারার দীপ’- এই গানগুলিও মনে রাখার মতো।
প্রসঙ্গত, ১৯৬০ সালে ওডিয়া ছবি ‘শ্রী লোকনাথ’ সিনেমার গান গেয়েছেন নির্মলা। ওই ছবির মাধ্যমেই সংগীত জগতে পদার্পণ করেন নির্মলা মিশ্র।– জি নিউজ