বাংলা একাডেমিতে ৫০% ছাড়ে বই বিক্রি চলছে। ৮ নভেম্বর বুধবার থেকে এ অর্ধেক মূল্যে বই বিক্রি শুরু হয়েছে।
তরুণ লেখক প্রকল্পের চারটি ব্যাচের ১৩৯ জন লেখকের কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা’র বই এ ছাড়ে বিক্রি হচ্ছে।
শুক্র ও শনিবার ব্যতীত অফিস সময়ে একাডেমির ড. মুহম্মদ এনামুল হক ভবনের পুস্তক বিক্রয় কেন্দ্রে উল্লেখিত বই আগ্রহী ক্রেতাগণ সংগ্রহ করতে পারবেন।