বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুক্রবার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, এ পরীক্ষায় মোট ৯৩ হাজার ৭ শত ৯৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে ৫৮ হাজার ১০৯ জন ছাত্র এবং ৩৫ হাজার ৬৯০ জন ছাত্রী।
সারাদেশে ৩৩০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা শুক্রবার ও শনিবার সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। ৩০ মার্চ শনিবার পরীক্ষা শেষ হবে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ সকল ব্যবস্থা নিয়েছে।