একগুচ্ছ হার্ডওয়্যার ডিভাইস বাজারে নিয়ে আসছে গুগ্ল। সম্ভবত আজই লঞ্চ হতে পারে গুগ্লের নতুন পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল, সঙ্গে থাকছে গুগ্লের নতুন ডে-ড্রিম ভিউ হেডসেট, হোম মিনি স্পিকার, গুগ্লের হোম ম্যাক্স এবং পিক্সেল বুক। চমকের শেষ এখানেই নয়। আগামী কয়েক দিনের মধ্যে বাজারে আসতে পারে পিক্সেল স্মার্টফোন সাক্সেসরস, নতুন ভিআর হেডসেট এবং স্পিকার।
গুগ্ল পিক্সেল ২: পিক্সেল ২-এর নির্মাতা সংস্থা এইচটিসি। নতুন মডেলের এই স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে এবং ৬৪ গিগাবাইট ইন্টারনাল মেমরি। ডিভাইসের ফ্রন্ট প্যানেলে ডুয়াল স্পিকার রয়েছে।
গুগ্ল ২ পিক্সেল এক্সএল: পিক্সেল এক্সএলের মতোই পিক্সেল ২ এক্সএলে রয়েছে অ্যানড্রয়েড ৮.০ ওরিও ভার্সন। এর নির্মাতা সংস্থা এলজি। পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএলে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৩৫ প্রসেসর। উভয় ডিভাইসেই রয়েছে ডুয়াল ফ্রন্ট-ফেসিং স্পিকার।
ডে-ড্রিম হেডসেট: গত বছর গুগ্ল বাজারে এনেছিল ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ডে-ড্রিম ভিআর। এ বার আসতে চলেছে তারই দ্বিতীয় সংস্করণ। নানা রঙের এই হেডসেটটি এ বার করা যাবে পিক্সেল ২, গ্যালাক্সি এস ৮-সহ ১১টি ডিভাইসে। দাম পড়বে ৯৯ ডলার।
গুগ্ল হোম মিনি: গুগ্ল হোম ব্লু-টুথ স্পিকারের ক্ষুদ্র সংস্করণ হোম মিনি। গুগ্ল হোমের মতো এটিতেও থাকছে গুগ্ল অ্যাসিস্ট্যান্ট, মিডিয়া কন্ট্রোল, রিমাইন্ডার, নিউজ আপডেট-সহ আরও নানা সুবিধা। মোট তিনটি রঙে পাওয়া যাবে এই ডিভাইসটি। দাম পড়বে ৪৯ ডলার।
গুগ্ল হোম ম্যাক্স: গুগ্ল হোম ম্যাক্স হল গুগ্ল হোমের বৃহত্তর সংস্করণ। এটি গুগ্লের সবচেয়ে বড় স্টিরিও স্পিকার। আগের বারের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন রূপে এই ডিভাইসটি লঞ্চ করতে চলেছে গুগ্ল।
গুগ্ল পিক্সেল বুক: গুগ্লের নতুন ক্রোমবুককে বলা হচ্ছে পিক্সেল বুক। ল্যাপটপ হোক বা ট্যাবলেট, টু-ইন ওয়ান ডিভাইস হিসেবে ব্যবহার করা যাবে এটি। ১২৮জিবি, ২৫৬জিবি এবং ৫১২জিবি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে এই পিক্সেল বুকে। দাম হতে পারে ১,১৯৯ ডলার। এটির সঙ্গে ব্যবহারের জন্য রয়েছে একটি পিক্সেল পেন যা কিনতে প্রয়োজন হবে আরও ৯৯ ডলার।