কাগজের মত ভাঁজ হয়ে যাবে আস্ত স্মার্টফোন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনই প্রযুক্তি বাজারে নিয়ে আসছে ফোল্ডেবল স্মার্টফোন। স্যামসাং এই ধরনের একটি স্মার্টফোনের ওপর কাজ করছে যা ফোল্ডেবেল হবে এবং এতে ৭.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে। তবে সম্প্রতি জানা গিয়েছে, হুয়াই এই জাতীয় কিছু একটা করতে চলেছে। শোনা যাচ্ছে যে কোম্পানি বিশ্বের প্রথম ফোল্ডেবেল স্মার্টফোন নভেম্বর মাসে লঞ্চ করতে পারে।
যদি এই খবর সত্যি হয়, তাহলে এটি বিশ্বের প্রথম এমন ফোন হবে। আর এছাড়া এদিক দিয়ে কোম্পানি স্যামসংকে এই ক্ষেত্রে টেক্কা দিতে পারে।
Axon M হিসেবে গত বছর একটি ফোল্ডেবেল স্মার্টফোন দেখা গিয়েছে। তবে এই ডিভাইসটি সম্পূর্ণ ভাবে ফোল্ডেবেল নয়, এটি আলাদা একটি স্ক্রিনের সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু Huawei তাদের পরবর্তী ফোনে এমন কিছু একটা করতে চলেছে এই স্মার্টফোনটিতে একটি OLED প্রযুক্তি ব্যবহার করা হবে। এই স্মার্টফোনটিতে ব্যান্ডেবেল OLED প্রযুক্তি ব্যবহার করা হতে পারে।
এই স্মার্টফোনটি নভেম্বরের কাছাকাছি সময়ে লঞ্চ করা হতে পারে। আর এই জন্য এও জানা গেছে যে এর কারণ এই ফোনটি নিয়ে কোম্পানি দুটির মধ্যে সোজাসুজি প্রতিযোগিতা হবে।