ডিএমপি নিউজঃ রাজধানীর মধ্য বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম-মোঃ অভি, ছোটন কুমার ঘোষ ও মোঃ জহুরুল ইসলাম রিমন। এসময় তাদের হেফাজত হতে ৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গতকাল রবিবার (৬ মার্চ ২০২২) বিকাল ৪:৪৫ টায় মধ্য বাড্ডার বালুর মাঠ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, মধ্য বাড্ডার বালুর মাঠ এলাকা আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে সংবাদ পায় থানা পুলিশ। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ অভি, ছোটন ও জহুরুলকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।