ডিএমপি নিউজঃ রাজধানীর বাড্ডা এলাকা থেকে গাঁজা ও হেরোইনসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাফিজুল ইসলাম লিটন (৪৫) ও মোঃ আবুল কালাম (২৮)। এ সময় তাদের হেফাজত হতে ৫ কেজি গাঁজা ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ডিএমপি নিউজকে বলেন, শনিবার (৫ জুন, ২০২১) দুপুর ১২:৫০ টায় বাড্ডা থানার আফতাব নগর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ হাফিজুল ইসলাম লিটনকে গ্রেফতার করা হয়।
চলমান অভিযানে একই দিন সন্ধ্যা ৬:৫০ টায় গ্রেফতারকৃত লিটনের দেয়া তথ্যের ভিত্তিতে বি-বাড়ীয়া জেলার আখাউড়া থানার ঈদগাহ ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ১০০ গ্রাম হেরোইনসহ আবুল কালামকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা রুজু হয়েছে।