রাজধানীর বাড্ডা থানার আফতাব নগর এলাকা থেকে তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের নাম-১। শাওন আলী (১৮) ২। হৃদয় বাবু (১৯) ও ৩। রাকিবুল হাসান (১৪)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) রাত ১১:১০ ঘটিকায় আফতাবনগরের এফ ব্লকের পাসপোর্ট অফিসের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাড্ডা থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে আফতাবনগরের ই-ব্লক এলাকায় বিশেষ অভিযান ডিউটি করার সময় পাসপোর্ট অফিসের সামনে ছিনতাইকালে শাওন আলী, হৃদয় বাবু ও রাকিবুল হাসানকে গ্রেফতার করে থানা পুলিশ। গ্রেফতারের সময় তাদের দেহ তল্লাশী করে শাওন ও হৃদয়ের নিকট থেকে দুইটি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে ঢাকা শহরে ভাসমান হিসেবে বসবাস করে বাড্ডা থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো।
বাড্ডা থানার মামলায় গ্রেফতারকৃতদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।