রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মোঃ ফয়সাল আহম্মেদ ওরফে শিশির ও মোঃ নুরুল হক। এসময় তাদের হেফাজত থেকে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধারমূলে জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফজলে এলাহী ডিএমপি নিউজকে বলেন, গত ২৮ ডিসেম্বর ২০২১ (মঙ্গলবার) গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানার পূর্ব বাড্ডা পাঁচতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে থেকে শিশির ও নুরুলকে গ্রেফতার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতের বিরুদ্ধে শ্যামপুর থানায় অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।