ডিএমপি নিউজঃ রাজধানীর বাড্ডার ময়নারবাগের একটি ভবনের ছাদের কক্ষ থেকে বাবা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের নাম জামিল শেখ (৪৫) ও নুসরাত(৯)।
বৃহস্পতিবার ২ নভেম্বর’১৭ সকালে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী জানান, মৃত জামিলের মাথায় আঘাত রয়েছে আর তার মেয়ে নুসরাতকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
এ ঘটনায় মৃত জামিল শেখের স্ত্রী আর্জিনাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।