ডিএমপি নিউজ: রাজধানীর বাড্ডা থানা এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। গ্রেফতারকৃতের নাম- জাহেদুল ইসলাম (২৮)।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম, পিপিএম (বার) ডিএমপি নিউজকে বলেন, ২৬ ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২.০০টায় আফতাবনগরের মূল প্রবেশ পথ এলাকায় অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত জাহেদুলের দেওয়া তথ্যমতে ঐদিন বিকাল ৫.০০টায় উত্তরা পূর্ব থানার ৭নং সেক্টর এলাকায় অভিযান চালিয়ে আরো ৯,৮০০ পিস ইয়াবা, ৬ বস্তা মিষ্টি জিরা ও ০৩ কার্টুন দারুচিনি উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়েছে।