অমিতাভ থেকে ঐশ্বর্য, গোটা বচ্চন পরিবার যখন ক্যামেরার সামনে সাবলীল, তখন কিন্তু অভিনয়ের ধারপাশেও কখনও আসেননি অমিতাভ কন্যা শ্বেতা বচ্চন। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের মেয়ে হয়েও, শ্বেতা কিন্তু সব সময় ফ্ল্যাশের বাইরেই থেকেছেন। কিন্তু, এই প্রথম ক্যামেরার সামনে এলেন শ্বেতা বচ্চন। তাও আবার বাবার সঙ্গে একই ফ্রেমে বন্দি হয়ে।
জানা যাচ্ছে, একটি সংস্থার বিজ্ঞাপনের প্রচারের জন্য এবার একসঙ্গে কাজ করছেন অমিতাভ বচ্চন এবং শ্বেতা বচ্চন। ফলে এই প্রথম ক্যামেরার সামনে আসছেন বিগ বি কন্যা। তাও আবার বাবার সঙ্গে।