স্পানিশ লা লিগার সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের আগে দলের সেরা তারকাদের বিশ্রাম দিয়েই একাদশ সাজিয়েছিল বার্সা কোচ ভালভার্দে। তার খেসারত হিসেবে ২- ০ গোলে হেরেছে বার্সা ।
লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, জেরার্ড পিকে, আর্তুরো ভিদাল ও ফিলিপে কুতিনহোর মত তারকারা উক্ত ম্যাচে ছিলোনা।
ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধে নেমে বার্সার রক্ষণে চাপ সৃষ্টি করে সেল্টা। যার ফলে দুটি গোল হজম করে কাতালানরা। ম্যাচের ৬৭তম মিনিটে উরুগুয়ের স্ট্রাইকার ম্যাক্সি গোমেস দলে এগিয়ে দেন।
এরপর ম্যাচের ৮৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আসপাস। ডি-বক্সে বার্সা ডিফেন্ডার সামুয়েল উমতিতির হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে গোলটি করেন আসপাস।
৩৬ ম্যাচে ২৫ জয় ও আট ড্রয়ে চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৩। এদিকে মূল্যবান জয়ে লিগে টিকে থাকার সম্ভাবনা জোরালো করলো সেল্টা। ৪০ পয়েন্ট নিয়ে চতুর্দশ স্থানে উঠে এলো দলটি।