বার্সার সঙ্গে আজীবন চুক্তি নিয়ে দারুণ রোমাঞ্চিত ইনিয়েস্তা। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার সঙ্গে আজীবন চুক্তি করলেন ইনিয়েস্তা। শুক্রবার ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বলেন, ‘বার্সা আমার বাড়ি। এই একটা জায়গায় আমি সবসময় সুখ খুঁজে পাই। চুক্তির বিষয়ে ক্লাবের ভেতর আমি যে আন্তরিকতা খুঁজে পেয়েছি সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।’
শৈশব থেকেই ন্যু ক্যাম্পে আছেন ইনিয়েস্তা। মাত্র ১২ বছর বয়সে বার্সার যুব একাডেমি লা ম্যাসিয়ায় পা দিয়েছিলেন। একে একে দুই দশক সময় এখানে পার করে ফেলেছেন। মেসির সঙ্গে যৌথভাবে জিতেছেন ৩০টি শিরোপা। অতীতের সেসব সুখকর স্মৃতির কথা স্মরণ করে ইনিয়েস্তা বলেন, ‘এখানে মাত্র ১২ বছর বয়সে পা দিয়েছিলাম। এখন আমার ৩৩ বছর চলছে। সারাজীবন যা হয়েছে তা আমাকে তৃপ্তি দিচ্ছে। এই দিনটা আমার কাছে বিশেষ একটি দিন।’
২০০২ সালে বার্সেলোনার হয়ে অভিষেকের পর ৬৩৯টি ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। জাভি হার্নান্দেজের পরই কাতালান দলটির হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার তিনি। দলের আরেক সতীর্থ জাভির বিদায়ের পর তার কাঁধেই পড়েছে বার্সার অধিনায়কত্বের দায়িত্ব।