ডিএমপি নিউজঃ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখে এক বছরের জন্য ধার হিসেবে খেলতে গিয়েছিলেন ব্রাজিলিয়ান প্লে-মেকার ফিলিপ কুটিনহো। গত বুধবার তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
বায়ার্ন মিউনিখ তার সাথে স্থায়ীভাবে চুক্তি করতে অস্বীকৃতি জানানোয় আবারও বার্সেলোনায় ফিরে এসেছেন কুটিনহো। বায়ার্ন মিউনিখের এই অনিহার কারণ যে, অর্থনৈতিক মন্দা তার আভাস কিন্তু বায়ার্ন চেয়ারম্যান কার্ল হেইঞ্জ রুমেনিগে আগেই বলেছিলেন।
কুটিনহোকে স্থায়ীভাবে কিনতে হলে বায়ার্নকে ১২০ মিলিয়ন ইউরো ব্যয় করতে হতো, অর্থনৈতিক মন্দার মধ্যে এত বড় অঙ্কের অর্থ ব্যয় করাটা তাদের জন্য সতিৎই কঠিন।