বিস্ময়কর ফুটবল কোচ পেপ গার্দিওলা। বার্সেলোনার হয়ে অল্পদিনের কোচিং ক্যারিয়ারে উপহার দিয়েছেন অভাবনীয় সাফল্য। বার্সেলোনার কোচের চেয়ারে বসে অল্প সময়ের মধ্যে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন পেপ গার্দিওলা।
মাত্র চার মৌসুম কোচিং করিয়ে বার্সাকে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ক্লাব বিশ্বকাপসহ মোট ১৪টি শিরোপা জিতিয়েছিলেন। যে ক্লাবের হয়ে এতো সুখস্মৃতি সেখানে আবারও ফিরতে চান গার্দিওলা।
না এখনই কোচ হিসেবে ফিরতে চান না তিনি। বার্সেলোনায় ফিরে যেতে চান ক্যারিয়ারের শেষভাগে। অর্থাৎ বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের ইতি টানতে চান আর-কি।
সম্প্রতি এক প্রশ্নের উত্তরে গার্দিওলা বলেন, ‘যেখানে শুরু করেছিলাম (কোচিং) সেখানেই শেষ করব। আমার শেষ কাজ হবে যুব দলের সঙ্গে। আশা করি, এটা বার্সেলোনায় হবে।’
ক্লাব ফুটবলে অন্যতম সেরা সফল কোচ তিনি। গার্দিওলা জানালেন, শুধু ক্লাব ফুটবলের মধ্যেই আবদ্ধ থাকতে চান না। ব্যাটে-বলে মিললে জাতীয় দলকেও কোচিং করাতে চান তিনি।
গার্দিওলা বলেন, ‘যদি সুযোগ আমে তবে আমি জাতীয় দলের কোচ হতে চাই। হ্যাঁ, কেউ যদি চায় তাহলে আমি তার নিশ্চয়তা দিচ্ছি।