পাকিস্তানের বালুচিস্তান বিধানসভার কাছে আত্মঘাতী বিস্ফোরণে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত ১৮-র বেশি। মৃতদের মধ্যে ৪ জন পুলিশ সদস্য ও ২ জন সাধারণ নাগরিক রয়েছেন। এই ঘটনার জেরে পদত্যাগ করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী।
ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ। বালুচিস্তানের রাজধানী কোয়েটার জারঘুন রোডে আত্মঘাতী এক বাইক আরোহী ধাক্কা মারে পুলিস ভ্যানে। বালুচিস্তান বিধানসভা মাত্র ৩০০ মিটার দূরে এই এলাকা কড়া নিরাপত্তায় ঘেরা ছিল। বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জনের। এই ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান জঙ্গিগোষ্ঠী।
বালুচিস্তানের পুলিশ অফিসার মোয়াজাম আনসারি জানিয়েছেন, ঘটনার প্রাথমিক তদন্তে জঙ্গি সংযোগের তথ্য উঠে আসছে। তবে, কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে বাইক ঢুকে পড়ল তা নিয়ে তদন্ত চলছে। আহতদের অনেকর অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। কোয়েটার বিভিন্ন হাসপাতালে তাদের চিকিত্সা চলছে।
এদিকে বালুচিস্তানে ধারাবাহিক অস্থিরতার জেরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন সানাউল্লা জাহরি। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আস্থা ভোটের দাবি জানায় বিরোধীরা। এর পরই সরে দাঁড়ান সানাউল্লা।