ডিএমপি নিউজ : রাজধানীর বাসাবো থেকে ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো ডেনিস বিজয় ক্রুজ, মোঃ হাসান মোল্লা, মোঃ ইউসুফ মিয়া ওরফে সোহেল, মোঃ বিপ্লব হোসেন দিপু ও মোঃ সালমান। এসময় তাদের হেফাজত থেকে ১০,০০০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো- ন- ২১-২৫৭২) জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার মোঃ ইমরান হোসেন মোল্লা ডিএমপি নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, একটি সংঘবদ্ধ মাদকচক্র কক্সবাজার থেকে ইয়াবা এনে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকায় বিক্রির জন্য একটি মিনি কাভার্ডভ্যান নিয়ে অবস্থান করছে। রাত ১১টায় উক্ত এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ডেনিস বিজয় ক্রুজ, হাসান মোল্লা, ইউসুফ মিয়া, দিপু ও সালমানকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা মিনি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সবুজবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে।