বাড়ির ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির ছাদে।
মঙ্গলবার রাতে নিউ পোর্ট বিচ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে রবিনসন আর-ফোরিটফোর নামে হেলিকপ্টারটি। বিধ্বস্ত হওয়ার পর তিনজন ঘটনাস্থলেই মারা যান। পাইলটকে গুরুতর আহত অবস্থায় ঘাসের ওপর পড়ে থাকতে দেখা গেছে।