ডিএমপি নিউজঃ আগামী ২৩ আগস্ট লিসবনে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানির ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের ক্লাব পিএসজি। অবশ্য চ্যাম্পিয়নস লিগে ফাইনাল খেলা বায়ার্ন মিউনিখ এর জন্য নতুন কিছু নয়। চ্যাম্পিয়নস লিগের ইতিহিাসে পাঁচ বার শিরোপা জিতেছে বায়ার্ন মিউনিখ। অপরদিকে পিএসজি ইতিহাসে সবেমাত্র ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ যেভাবে বার্সালোনাকে নিয়ে ছেলেখেলা করেছে, তাতে এই মৌসুমে জয়ের পাল্লাটা তাদের দিকেই হেলে রয়েছে। তবে পিএসজি যে পিছনে আছে সেটা বলা যাবে না। দলে তারকা খেলোয়ারের কোন অভাব নেই। সবচেয়ে বড় কথা ক্লাবের পিছনে দেদারসে যেভাবে টাকা খরচ করা হয়েছে সেটা অনন্য।
সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ ৩–০ গোলে হারিয়েছে লিওঁকে অপরদিকে পিএসজিও ৩–০ গোলে হারিয়েছে লাইপজিগকে।