অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নতুন চেয়ারম্যান হলেন কমোডর এম. মাহবুব উল ইসলাম।
বুধবার রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ ভবনে সদ্য বিদায়ী চেয়ারম্যান কমোডর এম. মোজাম্মেল হকের কাছ থেকে দায়িত্ব গ্রহন করেন নতুন চেয়ারম্যান। নৌ-বাহিনীর এই কর্মকর্তাকে প্রেষণে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
গত বৃহস্পতিবার তার চাকরি নৌ মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই আদেশে বিআইডব্লিউটিএ’র বিদায়ী চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হককে নৌ বাহিনীতে ফেরত নিয়ে তার চাকরি সশস্ত্র বাহনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।