ডিএমপি নিউজ: বিকাশের কর্মকর্তা সেজে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ হাফিজুল ইসলাম (২২), মোঃ সাদ্দাম হোসেন (২৬) ও মোঃ তুহিন মাহমুদ (২৩)।
১৫ মার্চ,২০২১ (সোমবার) দিবাগত রাত ২.৩০ টায় ফরিদপুর জেলার ভাংগা থানার সলিলদিয়া এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করে গোয়েন্দা সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।
তদন্ত সংশ্লিষ্ঠ সূত্রে জানা যায়, বিকাশ অফিসের লোক পরিচয় দিয়ে ভিকটিমের ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন করে বিকাশ একাউন্ট নাম্বারের তথ্য আপডেট করতে হবে বলে জানায়। বিকাশ প্রতারকরা ফোন করে বিভিন্ন কথার ছলে ভিকটিমের কাছ থেকে ওটিপি এবং বিকাশ পিনকোড নিয়ে নেয়। সেই পিন নাম্বার দিয়ে ভিকটিমের একাউন্ট থেকে ৫৩ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়। গোয়েন্দা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম মামলাটি তদন্ত শুরু করে।
গোয়েন্দা সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, পিপিএম সেবা ডিএমপি নিউজকে বলেন, মামলাটি তদন্তকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে সলিলদিয়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের ১৬ মার্চ (মঙ্গলবার) পল্টন থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।