রাজধানীর শাহজাহানপুর থানা এলাকার এক ব্যক্তির ভুলবশত বিকাশের অন্য নম্বরে চলে যাওয়া ৩০ হাজার টাকা উদ্ধার করে তাকে ফিরিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, মনির হোসেন শেখ নামের এক ব্যক্তি বিকাশে টাকা পাঠানোর সময় একটি ডিজিট ভুল করলে ৩০,০০০ টাকা অন্য একটি বিকাশ নম্বরে চলে যায়। তিনি টাকা ফেরত পাওয়ার জন্য প্রথমে বিকাশ অফিসে যান, বিকাশ অফিসে গিয়ে জানতে পারেন যার নম্বরে ভুলবশত টাকাগুলো গেছে ওই ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো তুলে নিয়েছেন। মনির উক্ত ব্যক্তির নম্বরে ফোন করে তার টাকাগুলো ফেরত চাইলে ওই ব্যক্তি তার ফোনে টাকা যাওয়ার বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে গত ২৪ নভেম্বর শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন মনির।
শাহজাহানপুর থানা সূত্রে আরো জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই নম্বরের ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর আজ শনিবার বেলা সাড়ে চার ঘটিকায় ওই ব্যক্তির নিকট থেকে ভুলবশত চলে যাওয়া ৩০,০০০ টাকা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত টাকা মনির হোসেনের কাছে হস্তান্তর করে শাহজাহানপুর থানা পুলিশ।
শাহজাহানপুর থানা পুলিশের দ্রুত পদক্ষেপ গ্রহণের কারণে ভুলবশত চলে যাওয়া ৩০,০০০ টাকা ফিরে পায় মনির। এজন্য তিনি থানা পুলিশের কাজের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।