চীনের বিশ্বখ্যাত শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’র এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
গত ৫ই জুলাই চীনের লিউনিং প্রদেশের শেনইয়াং ক্রীড়া বিশ্ববিদ্যালয়ে বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সামছুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট লিউ ঝিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে তিন বছরের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।এ সমঝোতায় বিকেএসপি’র হাই পারফরমেন্স ট্রেনিংয়ের জন্য নির্বাচিত অ্যাথলেটস ও প্রশিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণের সুযোগ থাকছে।মহাপরিচালক মনে করেন এ সমঝোতায় বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে ক্রীড়াবিজ্ঞান বিভাগেকে যুগোপযোগী করারও সুযোগ রাখা হয়েছে।
চুক্তি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদফতরের পরিচালক ও যুগ্ম সচিব আমিনুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজিজুল হক, বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) ও যুগ্ম সচিব মো. মোশারফ হোসেন মোল্লা, ক্রীড়া কলেজের সহকারী অধ্যাপক শামীমা সুলতানা, ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক নুসরাৎ শারমিন, ফুটবল বিভাগের চিফ কোচ উজ্জল চক্রবর্তী ও এ্যাথলেটিক্স কোচ মো. মেহেদী হাসান ।