জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর ব্যাপক বিক্ষোভ ও সহিংসতার পর শেষ পর্যন্ত পিছু হটেছে ফ্রান্স সরকার। ফরাসী প্রধানমন্ত্রী এডোয়ার্ড ফিলিপ মঙ্গলবার জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিতে যাচ্ছেন। মঙ্গলবার সরকারি সূত্রে এ কথা জানা গেছে।
১ জানুয়ারি থেকে সরকারের জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের কথা ছিল। তবে তার আগেই ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে দেশটির সরকার। গত দু’সপ্তাহের দেশব্যাপী ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলনের প্রেক্ষিতে সরকার এই ঘোষণা দিতে যাচ্ছে।
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সোমবার দিনের শেষে ২০১৯ সালের জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত নেন। এর আগে দিনভর সরকার ফ্রান্সের সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে।