বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি মঙ্গলবার আগারগাঁও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন। ‘বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণে বিজ্ঞান জাদুঘরের উদ্যোগ এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের করণীয়’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
স্থপতি ওসমান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের জীবনমান ও দেশের উন্নয়ন করে যাচ্ছে। এ সরকারের নানামুখী কর্মকান্ডের ফলে বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাতে ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। দেশ আজ ডিজিটাল বাংলাদেশে পরিণত হয়েছে।
বিজ্ঞান জাদুঘরের মহাপরিচালক স্বপন কুমার রায়ের সভাপত্বিতে সেমিনারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন, পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নঈম চৌধুরী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক মঞ্জুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞান জাদুঘরের সিনিয়র কিউরেটর মোঃ বদিয়ার রহমান।
মন্ত্রী বলেন, শিক্ষক সমাজের দায়িত্ব হচ্ছে শিক্ষক ও পিতা হিসেবে সমাজকে পথ দেখানো এবং সমাজের চোখ খুলে দেয়া। শিক্ষকরা হচ্ছেন সামাজিক নেতা। সেজন্য শিক্ষকতা পেশাকে শুধু টাকা উপার্জনের পথ হিসেবে বেছে নিলে হবে না। বরং কষ্ট ও ত্যাগ স্বীকার করে দেশের নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে এবং বিজ্ঞান শিক্ষা সম্প্রসারণে এগিয়ে আসতে হবে। যাতে বাংলাদেশ সারা বিশ্বে উন্নত জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।