ঝালকাঠির কাঁঠালিয়ায় মোস্তফা হাওলাদার (৪৮) নামের এক বিদ্যুৎকর্মী বিদুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।
আজ ৭ জুলাই শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কচুয়া গ্রামের আশরাফ আলী খানের বসত ঘরের বিল্ডিংয়ে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে মোস্তফা আহত হন। পরে কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তফা হাওলাদার কচুয়া গ্রামের মৃত মোহাম্মদ হাওলাদারের ছেলে। তিনি ৩ ছেলে ও স্ত্রী রেখে গেছেন।
মোস্তফা কাঁঠালিয়ার কচুয়া এলাকায় ওজোপাডিকো লিমিটেডে মাস্টার রোলে লাইনম্যানের কাজ করতেন।