রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মোঃ আশরাফ আলী (৪৯)।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) দুপুর ০১:৩০ ঘটিকায় তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলে তৈরি একটি ৯ এম. এম. তরাশ পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।
কাফরুল থানা সূত্রে জানা যায়, শুক্রবার ৭ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি. দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে অপরাধ সংঘটনের উদ্দেশে দুইজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলের তৈরি একটি ৯ এম. এম. তরাশ বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
কাফরুল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।