বিদেশী মদসহ দুইজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- মোঃ আয়াজ প্রকাশ বাবলা প্রকাশ হোসেন (৩৮) ও মোঃ শামীম(৩০)। এ সময় পুলিশ তাদের নিকট হতে ৪০ বোতল বিদেশী মদসহ একটি সিএনজি উদ্ধার করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, ১২ ডিসেম্বর ২০১৭ ভোর ০৫.১৫ টায় বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানার পোস্তারপাড় ফেরদৌস এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।