বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সাথে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা পি. সোইমারনু আজ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।আজ এক তথ্য বিবরনীতে এ কথা বলা হয়।
এতে বলা হয়,রাষ্ট্রদূত এসময় ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির আসন্ন বাংলাদেশ সফরে বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা কিভাবে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করেন।তথ্য বিবরণীতে বলা হয়, এলএনজি ক্রয় চুক্তি অনেকটাই এগিয়ে। এসময় এলএনজি হতে বিদ্যুৎ বা ডিজেল হতে বিদ্যুৎ উৎপাদনের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এছাড়া সমসাময়িক অন্যান্য বিষয়ও আলোচনায় স্থান পায়।
প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, ভ্রাতৃপ্রতিম এই মুসলিম দেশটির সাথে কয়লা, এলএনজি ও সংশ্লিষ্ট ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেয়া যেতে পারে। বৈঠকে কয়লা আমদানির বিষয় বিশদভাবে আলোচনা প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনার অর্থাৎ জি-টু-জি ব্যবসা বাণিজ্যকে আমরা উৎসাহিত করি। বিদ্যুৎ সচিব ড. আহমদ কায়কাউস এসময় উপস্থিত ছিলেন।