বগুড়া, রংপুর ও চট্টগ্রামে স্থাপতিব্য মোট ২৮০ মেগাওয়াট ক্ষমতার ৩টি বিদ্যুৎকেন্দ্রের অর্থায়নে কনফিডেন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড ও ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট কোম্পানী লিমিটেড (ইডকল)-এর মধ্যে সম্পতি একটি সমঝোত চুক্তি স্বাক্ষরিত হয়েছে; যার আওতায় মোট ১ হাজার ৮০ কোটি টাকা মেয়াদী ঋণ নেয়া হবে।
কনফিডেন্স পাওয়ার হোল্ডিংস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক খালিদ ইসলাম ও ইডকল-এর নির্বাহী পরিচালক মাহমুদ মল্লিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান রেজাউল করিম ও উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তি অনুযায়ি, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেড, কনফিডেন্স পাওয়ার রংপুর লিমিটেড এবং যোডিয়াক পাওয়ার চট্টগ্রাম লিমিটেড নামের এই তিন বিদ্যুৎকেন্দ্র ২০১৮ সালের মধ্যেই উৎপাদনে আসার কথা রয়েচে।
এসব কেন্দ্রে প্রায় ১ হাজার ৭৬০ কোটি টাকা ব্যয়ে ‘ম্যান’ এবং ‘রোলস রয়েস’ ব্র্যান্ডের ইউরোপিয়ান জেনারেট ব্যবহার করা হবে। উল্লেখ্য, ইডকল একটি সরকারী অর্থনৈতিক উন্নয়ন ভিত্তিক প্রতিষ্ঠান যা বেসরকারী পর্যায়ে শক্তি ও অবকাঠামো বিষয়ক বিনিয়োগে সহায়তা করে।