বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। আর্জেন্টিনার একটি বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে এমন খবর। এমনকি ব্রাজিল ও প্যারাগুয়ের একটি অংশও এই বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়েছে বলে খবর পাওয়া গেছে । বিবিস।
আর্জেন্টিনার গণমাধ্যম বলছে স্থানীয় সময় সকাল সাতটায় বিদ্যুৎ বিপর্যয় শুরু হলে থমকে পড়ে রেল যোগাযোগ এবং অকার্যকর হয়ে পড়ে সড়কে ট্রাফিক সিগনালিং সিস্টেম। অথচ দেশটিতে তখন বিভিন্ন অংশে লোকজন স্থানীয় নির্বাচনে ভোট দিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইদেসুর এক টুইট বার্তায় বলেছে, “ইলেকট্রিকাল ইন্টার কানেকশন সিস্টেমে বড় বিপর্যয়ের কারণে আর্জেন্টিনা ও উরুগুয়ে বিদ্যুৎ হীন হয়ে পড়েছে”।
তবে দেশটির এনার্জি সেক্রেটারি গুসটাভো লোপেটেগুই বলেছেন বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি। তিনি বলেন কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে আসতে শুরু করেছে, তবে এতে আরও কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি।
অন্যদিকে ইদেসুর বলছে রাজধানী বুয়েনস আয়ারসের কিছু এলাকায় বিদ্যুৎ ফিরে এসেছে। আর উরুগুয়ের এনার্জি কোম্পানি ইউটিই টুইট বার্তায় বলেছে উরুগুয়ের উপকূলীয় এলাকায় বিদ্যুৎ এসেছে। দেশ দুটির মোট জনসংখ্যা ৪ কোটি ৮০ লাখ।