মোসাঃ বিনা খাতুন নামে একটি মেয়ে হারিয়ে গেছে। তার বয়স ১৩ বছর। গত ১০ সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা অনুমান সাতটায় সে বাসার কাউকে কিছু না বলে বের হয়ে যায়। অদ্যবধি সে ফিরে আসে নাই।
এ সংক্রান্তে তার বাবা মোঃ শনাক আলী ডেমরা থানায় ১১ সেপ্টেম্বর, ২০১৯ একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ৫৫২। মোসাঃ বিনা তার পরিবারের সাথে ডেমরা এলাকায় থাকত। তাদের বাড়ি চুয়াডাঙ্গা সদর থানার বভাদী গ্রামে।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত বিনার সন্ধান জেনে থাকলে ডিউটি অফিসার ডেমরা থানা (০১৭৬৯-৬৯১৭২৮) অথবা অফিসার ইনচার্জ (০১৭১৩-৩৭৩১৪৪) ডেমরা থানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।