অনেকদিন ধরেই ঋণের বোঝায় জর্জরিত হয়ে কঠিন সময় পার করছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ক্লাবটির আর্থিক অবস্থা কতটা নাজুক সেটা বোঝা গেল লিওনেল মেসির বিদায়ে। সোমবার এক সংবাদ সম্মেলনে সেটিই প্রকাশ করলেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
লাপোর্তা জানান, ক্লাবের দেনার পরিমাণ প্রায় ১.৩৫ বিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ হাজার ৪৯২ কোটি টাকা।
ক্লাবের আর্থিক অবস্থার কথা তুলে ধরে বার্সার বর্তমান সভাপতি বলেন, ‘মোট আয়ের ১০৩ শতাংশ বেতন দিতে হচ্ছে খেলোয়াড়দের। আমাদের অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে এটা ২০-২৫ শতাংশ বেশি। আমাদের ক্ষতির পরিমাণ প্রায় ৪৮১ মিলিয়ন ইউরো। সবমিলিয়ে ১.৩৫ বিলিয়ন ইউরো দেনা রয়েছে।’
খেলোয়াড়দের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়াও সহজ ছিল না বলে উল্লেখ করেন লাপোর্তা।
উল্লেখ্য, ক্লাবের এই আর্থিক অবস্থার কারণেই লিওনেল মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয়েছে বার্সা। বিষয়টি এর আগে লাপোর্তা সংবাদ সম্মেলনে পরিষ্কার করলেও এ নিয়ে বিতর্ক কমেনি। অনেকেরই ধারণা লাপোর্তাই ধরে রাখতে চাননি মেসিকে।
সাবেক প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তেমেউ মেসিকে ধরে রাখতে না পারাসহ বেশ কিছু দোষ চাপিয়েছেন লাপোর্তার ঘাড়ে। জবাবে বার্সার বর্তমান সভাপতি বলেছেন, বাধ্য হয়েই ছাড়তে হয়েছে মেসিকে। বার্সার আর্থিক অবস্থা এমন বাজে যে নিজের বেতনের জন্যও ঋণ করতে হয়েছে বললেন লাপোর্তা।