বিপিএল’র পঞ্চম আসর শুরু হবে ৪ নভেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লীগ(বিপিএল) এর পঞ্চম আসরের চূড়ান্ত সূচী আজ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান আফজালুর রহমান এসূচী ঘোষণা করেন।
৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের পঞ্চম আসর। এর আগে ২ নভেম্বর হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আগামী ১৬ সেপ্টেম্বর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। এবারে বিদেশি কোটায় ৫ খেলোয়াড় রাখা হতে পারে। যদিও এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
বিপিএলের পঞ্চম আসরে অংশ নেবে ৮ টি দল। আগের বছরগুলোতে ৬টি দল অংশ নিয়েছিলো। খেলাও হবে ২টি থেকে বেড়ে ৩টি ভেন্যুতে। নতুন ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসর অনুষ্ঠিত হয়েছিল।