বিপিএলের ষষ্ঠ আসরের শিরোপা জিতল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই নিয়ে দ্বিতীয় শিরোপা জিতল দলটি। ফাইনালে সাকিবের ঢাকাকে ১৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় কুমিল্লা।
প্রথমে ব্যাট করতে নেমে তামিমের সেঞ্চুরীতে ১৯৯ রান তোলে কুমিল্লা। ২০০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জবাবে শুরুটা ভালো করলেও চাপে পড়ে ঢাকা ডায়নামাইটস। রনি তালুকদার (৬৬) ও উপুল থারাঙ্গা (৪৮) ফেরার পর আর কোনো খেলোয়াড়ই রানের অঙ্ক বড় করতে খুব একটা ভূমিকা রাখতে পারেননি।
কুমিল্লার হয়ে তামিম ৬১ বল থেকে ১০টি চার ও ১১টি ছক্কার মারে ১৪১ রান করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন।