ঢাকাকে ১২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। ৯ ম্যাচে সাত জয়ে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে তামিম ইকবালের দল। ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে খুলনা টাইটানস। আর দশ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল ঢাকা।
কুমিল্লা প্রথমে ব্যাট করে ১৬৮ রানের টার্গেট দেয় ঢাকাকে । জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান তুলতে সক্ষম হয় ঢাকা ডায়নামাইটস। ঢাকার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জোন ড্যানলি। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান আসে কাইরন পোলার্ডের ব্যাট থেকে। কুমিল্লার হয়ে ডিজে ব্রাভো ৩টি, সাইফুদ্দিন ২টি ও শোয়েব মালিক ১টি উইকেট নেন।
স্যামুয়েলসের ৩৯ রানের ওপর ভর করে কুমিল্লা ১৬৮ রানে। এছাড়াও ৩৭ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। আর ঢাকার হয়ে কেভিন কুপার ৩টি ও সাকিব আল হাসান ২টি উইকেট শিকার করেন।